চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহতের নাম তাহেরা বেগম (২৬)।
গতকাল শনিবার বিকালে দক্ষিন রাজানগরের বাইশ্যেরডেবা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
উপজেলার দক্ষিন রাজানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ফুলবাগিছা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নবাব শাহ এর মেয়ে তাহেরা বেগম বাইশ্যেরডেবা জলাশয়ে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাব্যাপী তল্লাশি চালিয়ে বিকাল পাঁচটায় তাহেরার মরদেহ উদ্ধার করেন।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, মানষিক ভারসাম্যহীন তাহেরা গভীর জলাশয়ে ডুবে গেলে ঘন্টাব্যাপী তল্লাশি করে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাধারা/এফইএমএফ