চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। গ্রেপ্তার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।
ইউএনও কামরুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাহাড় কাটা হচ্ছে। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অধিকাংশ শ্রমিক পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।”
তিনি আরও জানান, “তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। পাহাড় কাটায় ব্যবহৃত দুটি স্কেভেটর ঘটনাস্থলেই ভেঙে অচল করে দেওয়া হয়েছে এবং একটি ডাম্পার জব্দ করা হয়েছে।”
পরিবেশ বিধ্বংসী এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও।
এআরই/বাংলাধারা













