৩১ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় পুকুরে ভাসছিল গৃহবধূর মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় রিপু আকতার (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়ার ভেতর মোল্লাপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আধুরপাড়ার নজীর আহমদ চৌকিদার এলাকায় তার শ্বশুর বাড়ি। এবং বাপের বাড়ি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের জান মোহাম্মদপাড়া গ্রামে।

নিহতের মা অভিযোগ করে বলেন, ‌‘আমার মেয়েকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিলেন। সাত মাস আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। আমি মেয়ের হত্যার বিচার চাই।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার মজুমদার বলেন, নিহতের দুই পক্ষের সাথে কথা বলেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন