২৭ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক »

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে শাহ আলম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

রোববার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা মোবারক টিলা এলাকার নিজ কৃষি জমি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম উপজেলার শিলক ইউনিয়নের আসকর বাড়ি এলাকার মৃত তাজের মুল্লুকের ছেলে।

জানা গেছে, নিহত শাহ আলম পেশায় একজন কৃষক। তিনি নারিশ্চা মোবারক টিলা এলাকার নিজ কৃষি জমিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি বন্যহাতির কবলে পড়েন তিনি। এ সময় বন্যহাতিটি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি।এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ