চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পদুয়া ইউনিয়নের ফলারিয়া গ্রামে বন্যহাতির আক্রমণে অজিত বড়ুয়া (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হাতির দলটি তার মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় রেখে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা লাবলু বড়ুয়া জানান, অজিত বড়ুয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং অনেক সময় পাহাড়ি এলাকায় একা ঘোরাঘুরি করতেন। ধারণা করা হচ্ছে, ভোর রাতে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির পাল তার ওপর হঠাৎ হামলা চালায়।
খুরুশিয়া রেঞ্জ অফিসের এক কর্মকর্তা জানান, ফলারিয়া এলাকার পাহাড়ি ছড়া ও আশপাশে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়। এ কারণে স্থানীয়দের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার হেল্পলাইন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও পুলিশি বক্তব্য পাওয়া যায়নি।