২৩ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় বালি ব্যবসাকে কেন্দ্র করে সংর্ঘষে দুই যুবদল নেতা আহত

রাঙ্গুনিয়ায় বালি ব্যবসাকে কেন্দ্র করে সংর্ঘষে দুই যুবদল নেতা আহত হয়েছে বলে জানা যায়। আহতরা হলেন শিলক ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী (৪০) ও মোহাম্মদ জসিম (৪৫)।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে জসিমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাতে শিলকের পুরাতন পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার শিলক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পুরাতন পাড়া এলাকায় বালি ব্যবসাকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে হাতাহাতি থেকে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় আলী ও জসিমকে উদ্ধার করে ইছাখালী হাসপাতালে নেওয়া হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ তারেক বলেন, বালি ব্যবসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতার সাথে যুবদলের সংঘর্ষে দুইজন আহত হয়।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

 

বাংলাধারা/এফইএমএফ

 

 

আরও পড়ুন