২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ২

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন ২নং ইসলামপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে দুইটি ওয়ানশুটারগান, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুই জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব -৭।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১ টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- মোঃ জসিম উদ্দিন (৩৬) ও মোঃ কামাল হোসেন (৩০)। জসিম চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার গোদারপাড় নূর মোহাম্মদের বাড়ীর নূর মোহাম্মদের ছেলে। কামাল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার গোদারপাড় ফরেষ্ট অফিস এলাকার মৃত আমিনুল হকের ছেলে।

র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন ২নং ইসলামপুর ইউনিয়নের ১নং গোদারপাড় এলাকায় কতিপয় সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলিসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৪ রাউন্ড গুলি, ২ টি রামদা, ৩ টি ছোরা, ২ টি কিরিচ এবং ৪ টি চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে এবং সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ত্রাশের রাজত্ব কায়েম করছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ইতোপূর্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় ৫ টি মামলা রয়েছে এবং কামাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৬ টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৭।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা


আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ