৮ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার নতুন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিন তলা ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. মুমিন (২২)। তিনি একই ইউনিয়নের রজ্জক সিকদার পাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুমিন হেলপার হিসেবে একটি তিন তলা ভবনের কাজ করছিলেন। এ সময় তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, একটি ভবনের কাজ করার সময় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ