রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ায় রাতে ওরশে উচ্চ শব্দে গান বাজানোর দায়ে ১৫টি মাইক ও সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় একটি ওরশ থেকে মাইকগুলো জব্দ করা হয়।
জানা গেছে, দক্ষিণ রাজানগর ইউনিয়নে সোনারগাঁও এলাকায়র শরীফ শাহ প্রকাশ ফকির তুপ্পার ওরশে উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছিল। এতে এসএসসি পরীক্ষার্থীসহ আশপাশের বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটার অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়। এসময় ওরশে একাধিক মাইক ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজনার দায়ে ১৫ টি মাইক ও সাউন্ড সিস্টেমের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তবে এই সময় সাউন্ড সিস্টেমের কাউকে পাওয়া যায়নি।
এদিকে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে এসএসসি পরীক্ষার্থীর পড়ালেখার যাতে সমস্যা না হয় সে লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলায় সন্ধ্যা পর ৬টার পর গান-বাজনা, উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ও মাইক বাজানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার পর উচ্চ শব্দে গান বাজনা বা কোনো ধরনের শব্দ দূষণ না করার জন্য উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে শব্দ দূষণ করায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মাইক ও উচ্চ শব্দের সরঞ্জাম জব্দ করেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













