বাংলাধারা ডেস্ক : সারাদেশের ন্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকালে রাঙ্গুনিয়া সরকারি কলেজ মিলনায়তন হল-এ কলেজ ছাত্রসংসদের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি শহিদুল ইসলাম সোহেলের সভাপত্বিতে এজিএস রহমত উল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র সংসদের কোষাধ্যক্ষ নুরুল মোমেন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটন, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নঈম উদ্দিন তালুকদার বাবলা, প্রো ভিপি আরিফ উদ্দিন বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, ক্রীড়া সম্পাদক অনুজিৎ দে, সহ সম্পাদক কাইছার আলম নাবিল, রিয়াজসহ সাধারণ শিক্ষার্থীরা।













