রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গভীর জঙ্গল থেকে এক অজ্ঞাত কিশোরীর (১৭) লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ইছাখালী লক্ষীরখীল উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ড এলাকার গভীর জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ টার দিকে এলাকাবাসী লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের নাম পরিচয় জানা যায়নি।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী জানান, গভীর জঙ্গল থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের গলায় প্ল্যাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা নেয়া হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।













