বাংলাধারা ডেস্ক »
রাঙ্গুনিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলার সামাজিক সংগঠন ‘চন্দ্রঘোনা ফাউন্ডেশন’। সংগঠনের মানবিক কর্মসূচির ধারাবাহিকতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার লিচু বাগান তাহেরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন এলাকায় ৮০টি অসহায়, দুঃস্থ ও শীতার্ত পারিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ওই এলাকার ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে আর্থিক সহায়তাও করেন তারা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ফাউন্ডেশনের সভাপতি শাহাদাৎ হোসেন তারেক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরাফাত, সহ-সভাপতি মো. পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম, সাবেক সভাপতি সাইদুল ইসলাম, কার্যকরী সদস্য মো. দিনার, এ কে এরশাদ, গিয়াস উদ্দিন আজাদ, মুহাম্মদ রাহাত, মুহাম্মদ ফিরোজ, ইমাম উদ্দিন, মুহাম্মদ সালাউদ্দিন, মো. ইব্রাহিম খলিল, আফ্রাইন সিজান, মুহাম্মদ রনি, মো. রুবেল।
এই শীতবস্ত্র বিতরণে প্রবাস থেকে সহযোগিতা করেছেন মুহাম্মদ হাসান, মুহাম্মদ আরমান, ইকবাল মাসুদ, মুহাম্মদ ইমরান, উজ্জ্বল দাশ, গাজী জাহেদ প্রমুখ।
উল্লেখ্য, ইতিপূর্বে করোনা মহামারির সময় খাদ্যসামগ্রী বিতরণ গণসচেতনতা সৃষ্টি ও দুঃস্থদের খাবারের ব্যবস্থা করে সংগঠনটি













