২৭ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে অঙ্গার ১৮ গরু

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুনে পুড়েছে গরুর খামারসহ ১৮টি গবাদিপশু পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, সন্ধ্যায় ৬টা ৪৫ মিনিটে আমাদের জানানো হয় সরফভাটা একটি গরুর খামারে আগুন লেগেছে। আমরা দ্রুত গিয়ে ৪০-৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পারি। বৈদ্যুতিক থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিপাহি পাড়া জামে মসজিদের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মৌলভী মোহাম্মদ লোকমান। তিনি বলেন, ‌‘আমার খামারে ১৯টি গরু ছিল। সেখান থেকে একটি গরু উদ্ধার করে জবাই করতে পারি। অন্য ১৮টি গরু আগুনে পুড়ে মারা যায়। তিনি সরফভাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাফেজ রুহুল আমিন সওদাগরের বাড়ির হাফেজ আমির হামজার ছেলে।’

খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মাগরিবের সময় খামারে আগুন দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন ও আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই আগুন গোটা খামারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর মধ্যে খামারে থাকা ১৮টি গরু পুড়ে মারা যায়। ১টি গরু উদ্ধার করা যায়।

আরও পড়ুন