বাংলাধারা প্রতিবেদন »
রাঙ্গুনিয়ায় ‘আস্থা অবিচল’ এর উদ্যেগে অলম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে এ উদ্বোধনী অনুষ্ঠান।
‘আস্থা অবিচল’ এর সহ সভাপতি ও ক্রীড়া উপ-পরিষদের আহবায়ক আবুল কালাম চৌধুরীর সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক আহমদ ছৈয়দ মাস্টার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ‘আস্থা অবিচল’ এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রউফ মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির আহমদ বিএসসি ফাউন্ডেশনের পরিচালক দিদারুল আলম হাসান, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, অর্থ সম্পাদক জগলুল হুদা, আহসান হাবিব, মো. সেলিম, সেলিম জাহাঙ্গীর, আবুল ফজল, মো. হারুন মাস্টার, কামরুল হাসান, জমির হোসেন, শিক্ষক অঞ্জন বৈদ্য প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধীতা করেন সরফভাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ও ৪নম্বর ওয়ার্ড ফুটবল দল। খেলায় ২-০ গোলে ৩নম্বর ওয়ার্ড ফুটবল দল বিজয়ী হয়। বিজয় সুচক গোল দুটি করেন দলটির স্ট্রাইকার মো. সাকিব।
আয়োজক কমিটির সূত্রে জানা যায়, সরফভাটা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি দল, দক্ষিণ সরফভাটার আধিবাসীদের ১টি, সরফভাটা উচ্চ বিদ্যালয়ের ২টি, পূর্ব সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও পশ্চিম সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ্যালয়ের ১টি করে দল সহ সর্বমোট ১৪টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে।
বাংলাধারা/এফএস/এএ
				












