রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইয়াবাসহ সোহাগ (২৭) ও আরিফ (২৬) নামে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুই ভাই চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে।
সোমবার (৩০ জানুয়ারি) তাদের আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (২৯ জানুয়ারি) রাতে তাদের দুই ভাইকে একই ইউনিয়ন থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার এসআই সুমন কুমার দে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, তারা দুই ভাই সমাজে নানা ধরণের অনৈতিক কাজ ও অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। তারা বনগ্রাম ও ইকোপার্কে পুরুষ ও মহিলাদের ব্ল্যাকমেইল করে টাকা দাবি করতো এবং এলাকায় মাদক সেবন ও বিক্রি করতো।
তিনি আরও বলেন, গতকাল তাদের দুই ভাইকে ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়েছে। এ সময় সোহাগের কাছে ২৩৬ পিস ও আরিফের কাছে ২০৪ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের এক ভাইয়ের বিরুদ্ধে আগের কয়েকটি মামলায় ওয়ারেন্টও ছিল। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগর বলেন, তারা শুধু মাদক কারবারি না, বিভিন্ন অপরাধ ঘটায়। আজ উপজেলা মাসিক সমন্বয় সভায়ও তাদের বিরুদ্ধে তুলে ধরেছেন বলে তিনি জানিয়েছেন।
তিনি আরও বলেন, তাদের একটা গ্রুপ আছে। বিভিন্ন কায়দায় মেয়েদের দিয়ে ফোন দিয়ে লোকজন নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করে।
তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন, এসব গ্রুপের আরও যারা আছে তাদেরকেও যাতে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।













