৮ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় এনএনকে ফাউন্ডেশনের এতিমখানা ও অনাথালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদপুরে বহুতলবিশিষ্ট এতিমখানা ও অনাথালয় নির্মাণ হচ্ছে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ভবনটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন এনএনকে ফাউন্ডেশনের পরিচালক এরশাদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, পৌরসভা আ.লীগের সাবেক সভাপতি আসলাম খাঁন, পোমরা এনএনকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমির হামজাসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উদ্বোধনকালে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ড. আবদুল মাবুদ। এসময় মন্ত্রী অস্থায়ী নির্মিত এতিমখানা ও শিক্ষালয় পরিদর্শন করেন এবং ভবন নির্মাণ কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ