বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের (হরিহর) ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জামাল উদ্দিন। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহামদ সন্তান।
এছাড়া পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা কবি ও সাংবাদিক মো. কামাল হোসেনের ছোট ভাই।
জামাল উদ্দিন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। সম্প্রতি হরিহর ৩ং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।
গত ২৯ জুলাই রাজার হাট দলীয় কার্যালয়ে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে জামাল উদ্দিনকে সহ-সভাপতি নির্বাচিত করায় রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এরশাদ মাহমুদ, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ দুলাল কান্তি দাস, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হরিহর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহামদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।













