২৯ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

আশিক এলাহী, রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়া পৌর একালার মো. রাশেদ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (২১ জুন) দিনগত রাত ১২টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ড মধ্যম নোয়াগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। আহত রাশেদ একই এলাকার নূর মোহাম্মদের ছেলে। এবং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, রাতে রাশেদ বাড়ির ফেরার পথে দুর্বৃত্তরা তার হাতে ও শরীরে গুরুতর কুপিয়ে পালিয়ে যায়। আহতবস্থা রাশেদকে রাঙ্গুনিয়া উপজেলা স্থাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিলকী বলেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন