রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়ায় আম গাছ থেকে পড়ে মারা গেছে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্র। রোববার (১৬ মে) সকালে চরাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল এলাকায় এই ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে মারা যায় সে।
নিহত মো. মিজানুর রহমান মানিক ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র ছিল।
সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন বড়ুয়া বলেন, আম পাড়তে গিয়ে ছেলেটি গাছ থেকে পড়ে যায়। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মিজানুরের পরিবার জানায়, সকালে গাছে আম পাড়তে গিয়ে পা পিছলে গাছের ঢাল থেকে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বলেন, মাথায় জখম অবস্থায় ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
বাংলাধারা/এফএস/এআর