রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়ায় গুদামে চুরি করতে ঢুকে ঘুমিয়ে পড়া এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটকৃত চোরের নাম মো. ফোরকান (১৯)। সে পারুয়া ইউনিয়নের আবদুল সালামের ছেলে।
শুক্রবার (২জুলাই) রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী।
তিনি বলেন, ফোরকান বৃহস্পতিবার (১ জুলাই) গভীর রাতে গুদামে ঢুকেছিল চুরির উদ্দেশ্যে। চুরি শেষে সেখানে ঘুমিয়ে পড়লে সকালে গুদামের মালিক মো. আলম গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। শুক্রবার (২ জুলাই) সকালে ওই চোরকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













