২৭ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সুলতানা আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ব্রহ্মোত্তর দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত সুলতানা আক্তার উপজেলার পোমরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ছাইনী পাড়া গ্রামের মৃত আবুল কদরের মেয়ে এবং ব্রহ্মোত্তর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আকতার হোসেনের স্ত্রী।

পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত করার পর রিপোর্ট এলেই হত্যা না আত্মহত্যা সেই রহস্যের উম্মোচন হবে বলে জানায় পুলিশ।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে সুলতানার শ্বশুর ফোন করে জানায়, সুলতানার গুরুতর অসুখ হয়েছে, যেন সবাই দেখতে যান। ফোন পেয়েই সকলে গিয়ে দেখেন সুলতানার নিথর দেহ তার কক্ষের সিলিংয়ে ঝুলে আছে। লাশের পা বিছানার সাথে লাগানো রয়েছে।

শ্বশুর বাড়ির লোকজন দাবি, মেয়েটি সবার অজান্তে নিজ কক্ষে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে মৃতের পরিবারের দাবি. যৌতুকের দাবিতে মেয়েটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সুলতানার পরিবারের সদস্যরা জানান, ২০১৮ সালের দিকে সুলতানার বিয়ে হয়। তার স্বামী মাদকাসক্ত ছিল সেটি বিয়ের আগে জানা ছিল না। সিএনজি-অটোরিকশা চালালেও কখনও সংসারে খরচ দিতেন না। উল্টো টাকা দেওয়ার জন্য স্ত্রীকে মারধর করতেন।

প্রতিবেশীরাও জানিয়েছে, বুধবার বিকেলের দিকে সুলতানাকে মারধর করেছে তার স্বামী।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। কক্ষের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। এই ব্যাপারে আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এটি হত্যা না আত্মহত্যা সেই বিষয়ে জানা যাবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন