২৬ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রঘোনা ফাউন্ডেশন’র ঈদ উপহারসামগ্রী বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান দুর্যোগমুহূর্তে সরকারের ত্রাণ-সাহাযোগিতার পাশাপাশি রাঙ্গুনিয়া উপজেলায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছন বিভিন্ন ব্যক্তি-সংগঠন।

উপজেলার করোনা ভাইরাসের কারণে লকডাউনে পড়া কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে চন্দ্রঘোনার অরাজনৈতিক, সমাজসেবামূলক সংগঠন ‘চন্দ্রঘোনা ফাউন্ডেশন’।

শুক্রবার ও শনিবার (২২-২৩ মে) চন্দ্রঘোনার প্রতিটি ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় চিহ্নিত কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কিছু পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শাহাদাৎ হোসেন (তারেক), সাইদুল সিকদার, ফারদিন আহমেদ ফিরোজ, গিয়াস উদ্দিন, মো. রাহাত, মো. ওবাইদুল, আনোয়ার হোসেন, মো. রাশেদ, মো. মানিক, মো. আরাফাত, সঞ্জয় রাজ, মো. সেলিম, মো. সাইফুল, মো. ফয়সাল, রবিউল হাসান, মো. রুবেল, মো. দিনার, মো. কাউসার, মো. সালাউদ্দিন, রবিউল রহমান, মো. মোশারফ প্রমুখ।

সংগঠনের প্রবাসী সদস্য ও দেশে অবস্থানরত সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় সংগঠনের নিজ নিজ এলাকার সদস্যদের মাধ্যমে এসব উপহারসামগ্রী বণ্টন করা হয়।

এর আগে ত্রাণসামগ্রী বিতরণ এবং করোনা মোকাবেলায় সচেতনতা ও জীবাণু নাশক স্প্রেসহ বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসে সংগঠনটি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন