২৪ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার ঘাটচেক চৌ-রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম (১৭) মাইক্রোবাসের হেলপার। তিনি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ২ নম্বর ওয়ার্ড খন্ডলিয়াপাড়ায় নানার বাড়িতে থাকতেন। তার বাবার নাম রফিকুল ইসলাম।

জানা যায়, উপজেলার উত্তর রাঙ্গুনিয়া রাজারহাট থেকে একটি হাইস চট্টগ্রাম বিমান বন্দরে যাত্রী পৌঁছে দিতে যাত্রা করে। আর মাইক্রোবাসটি ঘাটচেক এলাকায় এলে চট্টগ্রাম দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল নামের একজনের মৃত্যু হয়। আহত হয়ে চট্টগ্রাম হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৫ জন।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিলকী (ওসি) বলেন, নিহত একজন এবং আহত পাঁচজন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবার পরিচয় এখনো পুরোপুরি জানা যায়নি।

গত রাত ২টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তৌহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরো ৫ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন