রাঙ্গুনিয়া প্রতিনিধি :::
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৮ দিন পর ডোবা থেকে মো. আজিজুল হক (২২) নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় মো. নিজাম (৩০) নামে একজনকে সন্দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার (২৪) এপ্রিল রাত ১২টার দিকে উপজেলার চৌধুরী পাহাড়ের পাদদেশ’স্থ পারুয়া ইউনিয়ন সীমান্তবর্তী এলাকার একটি ডোবা থেকে ট্রাক চালক আজিজুলের জরাজীর্ণ লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কি।
এদিকে নিহত মো. আজিজুল হক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ং ওয়ার্ড এলাকার আব্দুল হাকিমের মেঝ ছেলে। নিহত আজিজুল হক তিন ভাই ও দুই বোন।
অন্যদিকে গ্রেপ্তারকৃত মো. নিজাম সন্দ্বীপ উপজেলার মো. নুরুল আলম’র ছেলে। তবে কয়েকবছর আগে পোমরা হাজী পাড়া ও পৌরসভার ১নং ওয়ার্ড নোয়াঁগাও এলাকার মধ্যবর্তী স্থান পাহাড়ে ঘর বেঁধে বসবাস করতে দেখা যায়। এছাড়া গ্রেপ্তার মো. নিজাম এর বাবা’র বাড়ি সন্দ্বীপে হলেও তার মায়ের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার নোয়াঁগাও এলাকায়।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কি বলেন, ট্রাক চালক মো. আজিজুল হকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পূর্বের জিডি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।
বাংলাধারা/এফএস/এআই













