১৬ ডিসেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো— স্থানীয় মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ হাছান (৯) ও মোহাম্মদ হোসাইন (৬)।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকায় পুকুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম আবুল খায়ের কলোনীর মোহাম্মদ শফির দুই সন্তান বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। মাগরিবের সময় বাড়িতে ফিরে না আসলে লোকজন খোঁজাখুঁজি করে। বাড়ির পাশে বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে দুই ভাইয়ের লাশ রাত সাড়ে ৯ টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হয়।

পরে দুই ভাইকে স্থানীয় খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কি জানান, দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেছে শুনেছি। তবে তাদের পরিবারের পক্ষে থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ