রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বামী ও স্ত্রী এক সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শক্রবার (১৩ আগষ্ট) সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের কুলকুরমাই এলাকার মো. ইস্কান্দর (২৪) ও রুমা আকতার (২২)।
নিহত স্বজনদের থেকে জানা যায়, শক্রবার দুপুরে স্বামী ইস্কান্দর হোসেন ও স্ত্রী রুমা আকতার দুজনে তাদের শয়নকক্ষের দরজা বন্ধ করে ঘুমাতে যান। তাদের ১৪ মাসের ছেলে সন্তান দাদীর সাথে ছিল অন্যকক্ষে। দুপুর পেরিয়ে বিকেলের শেষাংশ হলে মা ফিরোজা বেগম ডাকলে, কেউ সাড়া দেয় না। প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙ্গলে দেখা যায় স্বামী-স্ত্রী দুজনে এক জায়গায় গলায় শাড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর দেয়া হয় রাঙ্গুনিয়া থানার পুলিশকে। পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গত দুই বছর আগে লালানগরের শাহ আলমের ছেলে মো. ইস্কান্দর হোসেনের সাথে পৌরসভা এলাকার জামাল উদ্দিনের মেয়ে রুমা আকতারের পারিবারিক ভাবে বিয়ে হয়। স্বামী সদ্য ১০ আগষ্ট কাতার থেকে দেশে আসে। তিনদিন পর এমন মৃত্যু এলাকায় উত্তেজনা তৈরি করেছে। এদিকে স্ত্রীর বাবা জামাল উদ্দিন, মেয়ে ও জামাতার মৃত্যুতে জামাতার ভাই ও মা’কে অভিযুক্ত করেন।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বাংলাধারা/এফএস/এআই













