রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে বজ্রপাতে জমির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মে) বিকেল ৪টার দিকে গুমাই বিলে কাজীর দিঘীর পাশে ফসলি জমিতে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে তাকে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত জমির উদ্দিন উপজেলার সুফি পাড়া এলাকায় সরু মিয়ার পুত্র। তিনি গুমাই বিলে কৃষি কাজ করে বলে জানা যায়।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, জমির উদ্দিন প্রতিদিন তার নিজের জমিতে কাজ করতে গুমাই বিলে যান। প্রতিদিনের মতো আজ সোমবার দুপুরে তিনি ধান কাটতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি আহত হন। এ সময় একটু দূরে থাকা কৃষকসহ এলাকার কয়েকজন মিলে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।













