রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন নিহত শিশুর মা।জেসমিন আকতার (৭) স্থানীয় রাজারহাট বাজারের পরিচ্ছন্নতাকর্মী আবুল কাসেমের মেয়ে। জেসমিনের মা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অবস্থা গুরুতর বলে জানা যায়।
উপজেলার পদুয়া ইউনিয়নের জয় নগর এলাকায় শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সদস্য ওবায়দুল হক মানিক বলেন, গত রাতে ১২টি বন্যহাতির একটি দল জয় নগরের মাতবরটিলা এলাকায় আসে। এসময় দুটি হাতি লোকালয়ে প্রবেশ করে। হাতি-আতঙ্কে নিজের ঘর থেকে নিরাপদ স্থানে পালাতে গেলে হাতির মুখোমুখি হয় জেসমিন ও তার মা। এসময় হাতির আক্রমণে মৃত্যু হয় জেসমিনের। একই সময়ে জেসমিনের মাকে শুঁড় দিয়ে ছুড়ে মারে হাতি।
খুরুশিয়া রেঞ্জের বিট কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, বেশ কয়েকদিন ধরে হাতির পালটি এলাকায় উপদ্রব করছিল। গতকাল সন্ধ্যায়ও আমরা হাতির পালটিকে লোকালয় থেকে বনের দিকে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু রাতে এই ঘটনা ঘটে গেল। ভুক্তভোগীরা যাতে ক্ষতিপূরণ পায় সেজন্য আমরা যাবতীয় পদক্ষেপ নিচ্ছি।