রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে দিবসটি কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলার শিশুমেলা মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে শান্তির পায়রা মুক্ত করে মহান বিজয় দিবসে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর মুন্সি, মহিলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আয়শা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মাহবুব মিলকী, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, প্রকল্প কর্মকর্তা বাবুল কান্তি চাকমা ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন হয়েছে শিশুমেলা মডেল স্কুল মাঠে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।













