রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট-রাজারহাট সংযোগস্থল ঘাগড়াখাল ব্রীজ সংলগ্ন বাঁশঝাড়ে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যাক্তির লাশ পাওয়া গেছে।
রোববার (৮ মে) বিকেল ৬টার দিকে কাক উড়তে দেখে লাশটি দেখতে পায় স্থানীয় কৃষকেরা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক কৃষক জানান, বিকেলে তিনি গরু নিয়ে বিলে আসেন। এর পাশেই বাঁশঝাড়ে কাক উড়তে দেখে কাছে গিয়ে লাশের মতো কিছু দেখতে পান। তবে মাথা পুড়ানো বিকৃত অবস্থায় ছিল। মানুষ নাকি মুর্তি দ্বিধায় থাকায় স্থানীয় কয়েকজনকে খবর দেওয়া হয়। তারাসহ এসে বিষয়টি থানায় জানানো হয়।
এদিকে লাশের খবরে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ জড়ো হতে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ উদ্ধারে যায় রাঙ্গুনিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, স্থানীয় কৃষকদের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। এটি একটা পুরুষ ব্যক্তির মরদেহ। এটি পচে গিয়ে শরীরে পোকা ধরেছে। আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছি।
তিনি আরও বলেন, লাশের গায়ে লুঙ্গি ও ছাই রঙের একটি শার্ট পরা ছিল। ডান পায়ের সব আঙুল গোড়া থেকে কাটা ছিল। মরদেহটির আলামত দেখে বোঝা যাচ্ছে এটিকে বিভৎসভাবে মেরে মরদেহ গুমের উদ্দেশে লোকালয় থেকে দূরে এনে নির্জন এই স্থানটিতে ফেলে দেওয়া হয়েছে।













