২৮ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় বাস-চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ : নিহত এক, আহত আট

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যা ত্রীবাহী বাস ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে চাঁদের গাড়ির চালক মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

নিহত সেজো মারমা (২৫) রাঙামাটি জেলার কাউখালী থানার বাসিন্দা। সে দুর্ঘটনা কবলিত চাঁদের গাড়ির হেলপার বলে জানা যায়।

রবিবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঠান্ডাছড়ি ফরেস্ট অফিস সংলগ্ন কাশখালী এলাকায় এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর পুলিশ গাড়ি দুইটিকে জব্দ করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক বলেন, সকালে রাঙামাটি থেকে ছেড়ে আসা কক্সবাজার গামী শ্যামলী পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে রাঙামাটি গামী চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাসপাতাল নেয়ার সময় ১জন মারা যায়। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক এবং বেশ কয়েকজন আহত হন।

এসময় সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত যনবাহনগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ সদর থেকে গতকাল ন্যাশনাল ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড রাঙামাটি ভ্রমণে যায়। একদিন পর রাঙামাটি ছেড়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে এ দুর্ঘটনায় হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে আটক করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। তবে নিহত ব্যক্তি উপজাতি বলে জানতে পেরেছি। ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন