রাঙ্গুনিয়া প্রতিনিধি»
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতা আব্দুর রহিম জুয়েলের (২২) মৃত্যু হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা বার্ণ ও সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে পোমরা ইউনিয়নের শান্তিরহাট ভোলার বাপের বাড়ি এলাকায় নিজ বাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ণ ও সার্জারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০ টার দিকে মারা যান।
নিহত জুয়েল ওই এলাকার আব্দুর মান্নানের ছেলে। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম রুবেলের ছোট ভাই। নিহত জুয়েল ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য। একই কলেজের দ্বাদশ শ্রেণী শাখার ছাত্রলীগের সহ-সভাপতি। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাধারা/এফএস/এফএস













