৮ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান গুরুতর আহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে মনিমুল ওয়াদুদ (৪০) নামের একজন লাইনম্যান গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ মে) দুপুরের দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত মনিমুল পল্লী বিদ্যুতের লাইনম্যান (গ্রেড-১)।

এর আগে শনিবার ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অথচ এরপরেও বৈদ্যুতিক খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন পল্লী বিদ্যুতেরই এক কর্মী। এ ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ‌শনিবার রাঙ্গুনিয়া পৌরসভা এলাকাসহ উপজেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সেক্ষেত্রে পল্লী বিদ্যুতের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লী বিদ্যুতের ডিজিএম মাধব নাগ বলেন, এ বিষয়ে যতটুকু জেনেছি একই খুঁটিতে একদিক থেকে লাইন সচল ছিল অন্যদিক থেকে লাইন বন্ধ ছিল। এরকম খুঁটিতে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। তবে মনিমুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এখন তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পরেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাকে স্থানীয়রা রহস্যজনক বলে দাবি করেছন— এ প্রসঙ্গে জানতে চাইলে মাধব নাগ আরও বলেন, যে খুঁটিতে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়েছেন সেই খুঁটিতে দু’দিক থেকে লাইন। লাইন একদিকে বন্ধ থাকলেও অন্যদিকে চালু থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখজনক। এরকম কখনোই কাম্য নয়। তবে এ বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ