৮ ডিসেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় ভাষা শহীদদের প্রতি ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র বিনম্র শ্রদ্ধা

বাংলাধারা ডেস্ক »

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’ রাঙ্গুনিয়া উপজেলা শাখা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় রাঙ্গুনিয়া ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎস দাস, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সরফভাটা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান আলী, সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ উপজেলার বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎস দাস বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষার অধিকারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন বাঙালি জাতির সূর্য সন্তানেরা। অমর একুশের পথ ধরেই উন্মেষ ঘটেছিল বাঙালির স্বাধিকার চেতনার। অমর একুশের অবিনাশী চেতনাই আমাদের যুগিয়েছে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস এবং বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।’

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সরফভাটা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান আলী বলেন, ‘একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। একুশে ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। এদিন মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, তা শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্ব তাকে বরণ করেছে সুগভীর শ্রদ্ধায়। সেদিন রক্তে কেবল ভাষার অধিকার অর্জিত হয়নি, স্বাধীনতার বীজও রোপিত হয়েছিল। যার ফল আসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন।’

আরও পড়ুন