বাংলাধারা প্রতিবেদক »
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে এনাম নামের এক যুবক খুনের মামলায় বেলাল উদ্দিন (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার বেলাল পদুয়া ইউনিয়নের বাসিন্দা মো. কামাল উদ্দিনের ছেলে।
এর আগে এনাম নিহতের ঘটনায় তার বড়ভাই মো. ওসমান ৫ জনের নাম উল্লেখ করে ও আরও ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোট ১২ জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলার ৫নং আসামি গ্রেফতার মো. বেলাল উদ্দিন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম তিনি বলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া) সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম-এর নেতৃত্বে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয় এবং আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আজিম নগর মহিষের বাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত এনাম ওই এলাকার আহমদ মিয়ার ছেলে।
জানা যায়, রাতে অজ্ঞাত পরিচয়ে বেশ কিছু দুর্বৃত্ত এনামের বাড়িতে হামলা চালায়। তারা এনামকে দেশিয় অস্ত্র দিয়ে মারধর করলে পার্শ্ববর্তী বাড়িতে চলে গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়েন। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তার মাথা ও ঘাড়ে দুটি গুলি করে চলে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
তার সাথে কামাল নামে এক ব্যক্তির বিরোধ ছিল বলে তার পরিবার জানায়। নিহত এনাম একজন দিনমজুর। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।













