১ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় রাতের অন্ধকারে সড়কে ডাকাতি, ভুক্তভোগীদের মানববন্ধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়া মরিয়মনগর চৌমুহনী থেকে গাবতল ডিসি সড়কে সম্প্রতি ডাকাতিসহ বিভিন্ন ঘটনা ঘটছে। সড়কে চলাচলের বিভিন্ন গাড়িকে লক্ষ্য করে স্বনির্ভর রাঙ্গুনিয়ার পুলিশ চেকপোস্টের সামনে রাত ৯টার পর থেকে সকাল ৫টা পর্যন্ত এই সময়ের মধ্যে রাস্তায় ওৎপেতে থাকে সংঘবদ্ধ একটি ডাকাত দল। গাড়ি থামানোর জন্য গাছের উপর থেকে বসে থাকা ডাকাতরা লোহাসহ বিভিন্ন বস্তু ছুটে ফেলে। গাড়ি থামালে ড্রাইভারসহ যাত্রীদেরকে আক্রমণ করে টাকা এবং বিভিন্ন দামি জিনিসপত্র ছিনিয়ে নেয়।

এমন ঘটনার শিকার হয়েছেন সিএনজি চালক মুহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘আমি গত শুক্রবার সকাল ৫টায় গ্যাস নিতে ইছাখালীতে যাচ্ছিলাম স্বনির্ভর রাঙ্গুনিয়ার পুলিশ চেকপোস্টের সামনে আসলে গাছের উপর থেকে বিশাল এক লোহার রড সিএনজির উপর নিক্ষেপ করে। এতে সিএনজির তেরপাল ফেটে যায়। ভাগ্য ভালো, ভিতরে ঢুকে নাই, না হয় আমিসহ আমার যাত্রীর মাথায় আঘাত পেতাম। তাৎক্ষণিক আমি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাই।’ ইতিপূর্বেও এই সড়কে এমন ৫-৬টি ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এদিকে এমন ঘটনার প্রতিকার ও নিরাপত্তা চেয়ে রোববার (২৬ ডিসেম্বর) সকালে মানববন্ধন করেছেন বিভিন্ন গাড়ি চালক ও যাত্রীসহ স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়ার ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ সেলিমসহ চালক, যাত্রী ও স্থানীয়রা।

এসময় রাসেল নামে এক যুবক বলেন, ‘সম্প্রতি এ সড়কে এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি চালক, যাত্রী ও আমাদের মতো সাধারণ মানুষ। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, যেন আমরা নিরাপদে চলাফেরা করতে পারি সে পদক্ষেপ নেয়।’

স্বনির্ভর রাঙ্গুনিয়ার ইউপি চেয়ারম্যান নুরুল্লাহ বলেন, ‘সড়কের এমন ঘটনার বিষয়টি আমাকে কয়েকজনে বলেছিল। আমি মৌখিকভাবে রাঙ্গুনিয়া থানার ওসি’কে জানিয়েছিলাম। আমিও চাই এর একটি প্রতিকার ও নিরাপদ সড়ক। যেন মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কী বলেন, ‘বিষয়টি আমাদেরকে কেউ লিখিত অভিযোগ করেনি। আমি স্বনির্ভর রাঙ্গুনিয়ার চেয়ারম্যান নুরুল্লাহসহ আপনার মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ