রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে গরুর বাছুরসহ ৬টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকার মতো।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আলমশাহ পাড়া ও রাজারহাট সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী বদিউল আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৬০) বলেন, গতকাল রাতে গরু বেঁধে গোয়াল ঘরে তালা লাগিয়ে আমরা খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি গোয়াল ঘরের তালা ভাঙা। পরে দেখি গোয়াল ঘরে রাখা ৬টি গরু চুরি হয়ে গেছে।
এ বিষয়ে কথা হয় লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে। তিনি বলেন, ভুক্তভোগী গরু চুরির বিষয়টি আমাকে জানিয়েছে। আমি তাদের থানায় জিডি করতে পরামর্শ দিয়েছিলাম। এ বিষয়ে আমি তাদের সর্বোচ্চ সহযোগিতা করব।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাহবুব মিল্কী বলেন, ভুক্তভোগী এ বিষয়ে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।
এর আগে গত শনিবার উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাকির আহম্মেদের বাড়ি থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটে। গরু চুরির ঘটনায় রাঙ্গুনিয়ার খামারিরা আতঙ্কে আছে বলে জানান খামারীরা।













