রাঙ্গুনিয়া প্রতিনিধি »
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সপ্তাহব্যাপী চলা লকডাউনের তৃতীয় দিন চলছে আজ। লকডাউন শুরু থেকে দেখা গেছে জনগণের মধ্যে উদাসীনতা। রাঙ্গুনিয়ার ব্যবসায়ী মহল, যানবাহন ও জনসাধারণ এই লকডাউনকে বৃদ্বা আঙ্গুল দেখিয়ে অবাধে গাড়ি চলাচল ও দোকানপাট খোলা রেখেছেন।
গত এই তিনদিনে বাজার ও বিভিন্ন জায়াগায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্কবিহীন চলাচল করতে দেখা গেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে গেলে দোকান বন্ধ ও সচেতনতা মান্য করতে দেখা যায়। প্রশাসন চলে গেলে দোকান খোলা ও অবাধে চলাফেরা করতে দেখা যায়। এই যেন লকডাউনকে বৃদ্বা আঙ্গুল।
অফিসসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান চালু রেখে শুধুমাত্র গণপরিবহন, দোকানপাট বন্ধ রেখে ভিন্নধর্মী এ লকডাউন ব্যবসায়ী ও যানবাহন চালকদের কষ্ট ফেলে দিয়েছেন বলে অনেকে দাবী করছেন! যে লকডাউনে পয়সাওয়ালা লোকের কোন সমস্যা না হলেও মধ্যবিত্তসহ নিম্ম আয়ের মানুষরা কষ্টে আছেন।

জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, নিয়মিত অভিযান চালানো হচ্ছে। স্থাস্থ্যবিধি মান্য করতে মাস্ক পরিধান ও প্রচারণা চালানো হচ্ছে। লকডাউন শতভাগ কার্যকর করতে রাঙ্গুনিয়া উপজেলার ব্যবসায়ীদের সাথে বৈঠক হয়েছে। যারা নির্দেশনা অমান্য করছে ভ্রাম্যমাণ আদালত জরিমানাসহ বিভিন্ন দোকানে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
বাংলাধারা/এফএস/এআর













