বাংলাধারা প্রতিবেদন »
রাঙ্গুনিয়া উপজেলায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের দায়ে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (১ জুন) উপজেলার সরফভাটা ইউনিয়েনের হাজারী খীল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জুয়েল (২৭) সরফভাটা হাজারী খীল আইল্লের বাপের বাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি পাঠাগারের শিক্ষক জুয়েল আট বছর বয়সী শিশুটিকে রাস্তায় খেলারত অবস্থা থেকে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। শিশুর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং ঐ অবস্থায় তাকে (যুবক জুয়েল) হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে এলাকাবাসীর জেরা করলে বলাৎকারের কথা স্বীকার করে জুয়েল। এমন কি এর আগেও বেশ কয়েকবার এই কাজ করেছে বলে স্বীকার করে সে। স্থানীয়রা তাকে গণপিঠুনি দিয়ে জুতার মালা পড়িয়ে এলাকায় এলাকায় ঘুরিয়ে গাছের সাথে বেধে রাখে। পরে ইউপি সদস্য আলমগীর হাসান সিকদারের সহযোগিতায় পুলিশে হস্তান্তর করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন সিকদার বলেন, বলাৎকারের সময় স্থানীয়রা হাতেনাতে জুয়েল নামের এই যুবককে ধরে ফেলে। তাকে বেধে রেখে আমাকে খবর দেয় তারা। আমি দ্রুত ছুটে যাই ঘটনাস্থলে। গিয়ে দেখি এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরে রাঙ্গুনিয়া থানার ওসিকে ফোন করলে পুলিশ এসে তাকে থানা নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













