রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ দখলবাজদের কাছ থেকে সরকারি খাস ৩০ শতক জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের ৬ ও ৭ ওয়ার্ডের মাইজপাড়া খেলার মাঠ (জানাযার মাঠ) এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কার্যক্রমের স্তুপকৃত বালু কর্ণফুলী নদীর তীরে রাখার ফলে সৃষ্ট বালু চরে জৈনক ব্যক্তি আইয়ুব মাঝি, আকতার হোসেন, আহম্মদ কবীর (বালু ব্যবসায়ী), শাহ আলম, ইকবাল পিং ও সাবানী নামের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাস জমি উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম বলেন, পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংয়ের স্তুপকৃত বালু কর্ণফুলী নদীর তীরে রাখা হলে সেখানে কিছু দখলদার অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে। সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে।












