রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারী খীল থেকে সোমবার (১৬ আগস্ট) সকালে এনাম হোসেন (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত এনাম হোসেন (৩৮) একই ইউনিয়নের মীরের খীলের ছালেহ আহমেদের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম জানান, সকালে তাঁরা সরফভাটা এলাকার হাজারীখিল থেকে একটি লাশ উদ্ধার করে। স্থানীয়রা তাকে এনাম হোসেন বলে শনাক্ত করে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, সোমবার ভোরে সরফভাটা ইউনিয়নের সেকান্দর মিয়ার
বাড়ি এবং সেলিম মিয়ার দোকানে দুটি চুরির ঘটনা ঘটেছে।
থানা সূত্রে জানা গেছে, এনাম হোসেন স্থানীয়ভাবে কালু চোর হিসেবে পরিচিত। চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় থানায় দুটি মামলা রয়েছে। এই ঘটনায় এনামের ভগ্নিপতি এনাম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে হত্যা
মামলা করেছেন।
বাদী এনাম উদ্দিন মামলায় উল্লেখ করেছেন, এনাম হোসেনের সাথে পরিবারে ভাইদের সাথে বিরোধের কারণে ঘরে থাকতেন না তিনি। তবে মাঝে মাঝে এলাকায় আসতেন। সকালে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। লাশের পাশে টাকা ছড়ানো ছিটানো ছিল।
শরীরের জখমের চিহ্ন থাকার কারণে তিনি সন্দেহ করছেন অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে হত্যা করেছেন।
বাংলাধারা/এফএস/এআই













