৬ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ওবাদুল হক জাহেদ নামে এক ছাত্রলীগ নেতার (২৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

রোববার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহেদ একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাপলেজা পাড়া এলাকার আমিনুল হকের ছেলে।

নিহত জাহেদের বন্ধু রাইসুল ইসলাম মুন্না জানান, জাহেদসহ আমি একসাথে পদুয়া দশ মাইল বাজারে ছিলাম। ৫ মিনিট আগে আমি আমার বাড়িতে চলে আসি আর সে তার মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পদুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাছভর্তি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। জাহেদ পরিবারের ২ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, পিকআপ’টি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত জাহেদের মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে গেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা হয়নি।

আরও পড়ুন