২৪ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়া কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন ক্লাস’ চলাকালীন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙ্গুনিয়া সরকারি কলেজের হল রুমে এই ঘটনা ঘটে।

জানা যায়, কলেজ ছাত্রলীগের ব্যানার কে বা কারা খুলে ফেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দলও কলেজ ক্যাম্পাসে যায়।

ওরিয়েন্টেশন ক্লাসে আসা তাহমিনা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, ভর্তি হওয়ার পর প্রথমদিন অনেক আনন্দ নিয়ে কলেজে এসেছি। প্রথমদিকে আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু হঠাৎ ক্যাম্পাসে হাতাহাতি দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।

মঞ্জুরা বেগম নামের এক অবিভাবক বলেন, পড়ালেখার স্থানে মারামারি ঘটনা দেখে আমাদের মাঝে ভয় কাজ করছে ছেলে-মেয়েদের নিয়ে। কলেজে পড়তে এসে তাদের কেমন পরিস্থিতির শিকার হতে হয় জানি না।

এ বিষয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও ছাত্র সংসদের সভাপতি এ.কে.এম. সুজা উদ্দীন বলেন, ব্যানার হেলে পড়াকে কেন্দ্র করে ক্যাম্পাস হাতাহাতির ঘটনাটি ঘটেছে। উভয়পক্ষকে মিলিয়ে দিতে বিষয়টি নিয়ে আমরা বৈঠকে বসেছি।

তিনি বলেন, কলেজে এর আগে এমন পরিস্থিতি তৈরি হয়নি। সাধারণ শিক্ষার্থীরা অনায়াসে তাদের শিক্ষা-কার্যক্রমে অংশ নিতে পারবে। সামনে যাতে কেউ এমন পরিস্থিতির সম্মুখীন না হয় সেজন্য আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী শাহ বলেন, মূলত ব্যানার সরানো নিয়ে এই ঘটনার সৃষ্টি হয়। পরে নতুন ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাতে গেলে পুরাতন কমিটি ও নতুন কমিটিতে পদপ্রত্যাশিদের মধ্যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে পদক্ষেপ নিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে।

এ বিষয়ে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, হাতাহাতি ঘটনার বিষয়টি নিয়ে আমি অবগত নই। কলেজ সরকারিকরণ হওয়ার পর কমিটিগুলো কেন্দ্র থেকে অনুমোদন নিতে হয়। রাঙ্গুনিয়া কলেজ সরকারিকরণের প্রজ্ঞাপন জারি হয় কিছুদিন আগে। তাই ওই কলেজের ছাত্রলীগের যে কমিটি রয়েছে সেটি অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, কলেজের ওরিয়েন্টেশন ক্লাসের দিন হাতাহাতির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ যাওয়ার পর উভয়পক্ষ তাদের বিষয়টি মিটমাট করে নেয়।

আরও পড়ুন