২৬ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়া ছাত্রলীগের নেতৃত্বে রাসেল-আলী শাহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাসেল রাসুকে সভাপতি, মো. আলী শাহকে সাধারণ সম্পাদক ও মুফিজুর রহমান খানকে সহ-সভাপতি করে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের তিন সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আংশিক কমিটিকে ১৫ (পনের) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম উত্তর জেলা শাখা বরাবর পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে গত ১৬ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ৫২ জন নেতাকর্মী ফরম জমা দিয়েছিলেন।

আরও পড়ুন