২৪ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়া ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন উৎস দাশ

বাংলাধারা প্রতিবেদক »

বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ-সম্পাদক নিবার্চিত হলেন পোমরার সন্তান, চট্টগ্রাম কর্মাস কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা উৎস দাশ।

এর আগে দীর্ঘদিন ওয়ার্ড ছাত্রলীগের দায়িত্বে ছিলেন এবং বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু ও সাধারণ সম্পাদক মো. আলী শাহ’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তায় ভাসছেন উৎস দাশ।

উৎস দাশ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী পরিবারে বেড়ে উঠেন। শৈশব থেকেই উৎস অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং ছাত্রজীবন থেকে সক্রিয়ভাবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন।তিনি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, মাতামুহুরি সরকারি কলেজ থেকে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগে অর্নাস পাস করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজে মাস্টার্সে অধ্যায়নরত রয়েছেন। তিনি সংকটকালীন সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন সবসময়।

উৎস দাশ বলেন, ‌‘বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সর্বদা। বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে সাদামাটা জীবন যাপনে বিশ্বাসী হতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের কর্মী এটা আমার জীবনের সব চাইতে বড় পরিচয়। মানবতার মা, বিশ্ব শান্তির অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আধুনিক রাঙ্গুনিয়ার রুপকার জননেতা ড. হাছান মাহমুদ এম পি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে সর্বদা সচেষ্ট থাকবো।’

আরও পড়ুন