৬ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়া বইমেলার শেষ দিনে বইপ্রেমীদের উপচে পড়া ভিড়

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

নবীন-প্রবীণ, পাঠক-লেখক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়ে শেষ হলো বই প্রেমীদের বহুল প্রত্যাশিত রাঙ্গুনিয়ার অমর একুশে বইমেলা- ২০২৩।

সোমবার সকাল ৮টা থেকে রাঙ্গুনিয়া উপজেলার কলেজ গেটের বিপরীত পাশে পাঁচটি বইয়ের স্টল ও একটি চায়ের স্টলসহ মোট ছয়টি স্টলের সমন্বয়ে দুই দিনব্যাপী এই বইমেলার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শেষ বিকেলে এবারের মতো রাঙ্গুনিয়ার অমর একুশে বইমেলার আয়োজন শেষ হয়।

সরেজমিনে বইমেলা ঘুরে দেখা গেছে, প্রায় সব বয়সেরই দর্শনার্থী-পাঠকের মধ্যে উৎসবের আমেজ।
মেলায় দর্শনার্থী ও পাঠকদের পাশাপাশি লক্ষ্যণীয় ছিল লেখক ও কবি-সাহিত্যিকদের উপস্থিতি। দর্শনার্থীদের মধ্যে কেউ পছন্দের বই খুঁজতে ব্যস্ত, কেই ছবি তুলতে আবার কেউ-কেউ মেতেছেন আড্ডায়। বই প্রেমীরা অবশ্য মেলার বিভিন্ন স্টলে ঘুরেফিরে পছন্দের লেখকের বই কিনছেন।

দুই দিনব্যাপী চলা এই বইমেলার শেষ দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত জনসমাগম ছিল দেখার মতো। তবে বেলা গড়িয়ে বিকাল হতেই মেলা প্রাঙ্গণে পাঠক ও দর্শনার্থীদের তেমন ভিড় ছিল না।

বইমেলায় হুমায়ুন আহমেদ ও হুমায়ুন আজাদের বইয়ের চাহিদা ছিলো আকাশচুম্বী। স্থানীয় লেখক সৈয়দ মনজুর মোরশেদ, হামিদ আহম্মেদ, পারভীন আকতার ও শিশির মোরশেদের বইও বেশ বিক্রয় হয়েছে বলে জানা গেছে।

মেলায় ইশাত নামের এক বইপ্রেমী বলেন, আহমদ ছফার অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী কিনেছি। এছাড়াও রাঙ্গুনিয়ার লেখক ও কবি হামিদ আহম্মেদের কবিতার বই ‘এই মেঘ এই রৌদ্র’ কিনেছি।

এদিকে মেলায় আগত লেখক ও কবি শাহদাত তালুকদার বলেন, বইমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখে ভালো লাগছে। রাঙ্গুনিয়ার মানুষ বইয়ে অভ্যস্ত হচ্ছে এইটা একটা ভালো দিক। বইমেলা দুই দিনব্যাপী না হয়ে যদি অন্তত সাতদিন করা যেতো তাহলে বইপ্রেমীদের জন্য আনন্দের হতো।

রাঙ্গুনিয়া অমর একুশে বইমেলা-২০২৩ এবারসহ তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বইমেলার আয়োজক ও লেখক শিশির মোরশেদ বলেন, মেলায় পাঠকদের ঢল নেমেছে। আশানুরূপ বইও বিক্রয় হচ্ছে। মেলার পরিসর আরও বড় হওয়া উচিত ছিল।

প্রসঙ্গত, ‘আলোর পথে সঙ্গী হোক’ এমন পরিচয়ে পরিচিত রাঙ্গুনিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা শিশির মোরশেদের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী রাঙ্গুনিয়া উপজেলার কলেজে গেটের বিপরীত পাশে পাঁচটি বইয়ের স্টল ও একটি চায়ের স্টলসহ মোট ছয়টি স্টল দিয়ে এই বই মেলায় সাজানো হয়েছে। আজ মঙ্গলবার শেষ বিকেলে এবারের মতো রাঙ্গুনিয়ার অমর একুশে বইমেলার আয়োজন শেষ হলো। দর্শনার্থী, লেখক, কবি ও পাঠকসহ সব শ্রেণি-পেশার বইপ্রেমীদের মনে জিইয়ে থাকবে রাঙ্গুনিয়া অমর একুশে বইমেলা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ