৯ ডিসেম্বর ২০২৫

রাঙ্গুনিয়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বাংলাধারা প্রতিবেদক »

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা শাখা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার পোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করে সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি সাঈদ মাহমুদ রনির সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম ফাতেমা নাসরিন নূর, প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উৎস দাশ।

সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার সিনিয়ির সহ-সভাপতি ডা. পংকজ দে এবং সঞ্চালনায় ছিলেন উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক কান্তি দাশ।

বিশেষ অতিথি ছিলেন পোমরা জিয়া নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু প্রসাদ বড়ুয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলার সহ-সভাপতি দিবস দে, সহ-সভাপতি নাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রয়েল দত্ত,

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের আরিফুল ইসলাম, মো. সজিব, হৃদয়, রিয়াদ, কৌশল, শয়ন, সাজ্জাদ প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ