বাংলাধারা প্রতিবেদক »
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ বীর সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা শাখা।
শনিবার (২৬ মার্চ) সকালে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উৎস দাশ, সহ-সভাপতি আবদুল হান্নান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল নাহিদ, যুগ্ম সম্পাদক মানিক দাশ, সাংগঠনিক সম্পাদক অপু দাশ, ফয়সাল তালুকদার, বেতাগি ইউনিয়ন শাখার সভাপতি মনছুর আহম্মদ, সরফভাটা ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হাসান আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিলক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাকিল, তর্জ্জয়,
আশিখ প্রমুখ।













