২৪ অক্টোবর ২০২৫

রাজনৈতিক অস্থিরতায় পাহাড়— এবার জুরাছড়িতে ১৪৪ ধারা জারি

রাঙামাটি প্রতিনিধি »

দুইটি প্রধান রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি একই সময়ে একই স্থানে পালনের ঘোষণাকে কেন্দ্র পাহাড়ি জেলা রাঙামাটিতে ১৪৪ ধারা জারির হিড়িক পড়েছে। চলতি সপ্তাহের গত ২৮ আগস্ট রাঙামাটির কাপ্তাই, ২৯ আগস্ট লংগদু, ৩০ আগস্ট রাঙামাটি সদরের ভেদভেদী’র পর এবার নতুন করে জেলার জুরাছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছেন স্থানীয় প্রশাসন তথা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৪টার সময় এই আদেশ জারি করা হয়।

জুরাছড়ির উপজেলার ইউএনও জীতেন্দ্র কুমার নাথ ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, জনজীবনের অসুবিধা ও স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশের ফলে ৩১ আগস্ট বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুরাছড়ি উপজেলা সদরে সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

১৪৪ ধারা জারির আদেশপত্রে ইউএনও উল্লেখ করেছেন, যেহেতু ৩১ আগস্ট জুরাছড়ি উপজেলার যক্ষাবাজার স্থানে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জুরাছড়ি উপজেলার বিএনপি উদ্যোগে সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছেন এবং অন্যদিকে উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও গ্রেনেড হামলার অন্যতম পরিকল্পনাকারী খুনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে একই স্থানসহ হাসপাতাল এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবেন মর্মে সংবাদ পাওয়া গেছে।

‘যেহেতু আমার নিকট এ মর্মে অনুমিত হচ্ছে, ৩১ আগস্ট জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়নের একই স্থানে একই তারিখে ও সময়ে বাংলাদেশের দুইটি বৃহত্তর রাজনৈতিক দলের আহুত কর্মসূচির কারণে জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং জনস্বার্থে জুরাছড়ি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখা অপরিহার্য। তাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জুরাছড়ি উপজেলার যক্ষাবাজার থেকে হাসপাতাল এলাকা ও সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিটিং মিছিল, লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অত্র উল্লিখিত স্থানে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হলো। এ আদেশ সরকারি কর্মকর্তা কর্মচারি, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য হবে না।’

এদিকে এ নিয়ে চলতি সপ্তাহে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা, সদর উপজেলা, লংগদু উপজেলার পর এবার সর্বশেষ ৩১ তারিখে জুরাছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। স্ব-স্ব উপজেলায় এই ১৪৪ ধারা জারির ঘোষণাদেশে স্বাক্ষর করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। এসব নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট্য এলাকাগুলোতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী পালন থেকে বিরত ছিলো বিধায় কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি এলাকাগুলোতে জনজীবন স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন