দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল, তাই দলে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবেই। তবে মনে রাখতে হবে, আমরা সবাই জিয়ার সৈনিক, আমরা সবাই ধানের শীষের কর্মী। আমাদের নেতা তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করব এবং বিপুল ভোটে চট্টগ্রাম-১৩ আসন তারেক রহমানকে উপহার দেব।”
তিনি আরও বলেন, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এই তিন মাস বিএনপি নতুন কর্মসূচি নিয়ে কাজ করবে। এসব কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবির দিঘি মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া এবং সঞ্চালনা করেন সাবেক প্রচার সম্পাদক এডভোকেট নুরুল কবির রানা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাগির আহাম্মদ, দিল মো. মনজু, মনসুর উদ্দিন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মঈন চৌধুরী ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন, উপজেলা যুবদল নেতা ওসমান সিকদার, সোয়েবুল ইসলাম, হোসেন, মুসা ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তৈয়ব মাহির, সাইফুদ্দীন দস্তগীর এবং দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির প্রমুখ।













